ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল রেলপথ অবরোধ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৫, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:১৬, ১৭ এপ্রিল ২০২৫

বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, শিথিল রেলপথ অবরোধ কর্মসূচি

ভোররাতে ভিডিও বার্তা দেন কারিগরি ছাত্র আন্দোলনের ৬ নেতা

ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ বৈঠকে বসছেন দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে আন্দোলনকারীদের কেন্দ্রীয় দুই প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। যদিও কখন বৈঠকটি শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তারা।

ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, ‘ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সেই সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ বৈঠক চলাকালীন সময় পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কোনো ধরনের কর্মসূচি পালন করা হবে না বলেও জানান তিনি 

অন্যদিকে, জুবায়ের পাটোয়ারী সতর্ক করে বলেন, ‘তৃতীয় পক্ষ ও কিছু কুচক্রী মহল আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে বিতর্কিত করতে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তাই সকলকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমরা সরকারের বিরুদ্ধে নই—বরং সরকারের সহযোগিতায় আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে চাই।’

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সময় সারাদেশের বিভিন্ন জেলাতেও শিক্ষার্থীরা একযোগে সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি হিসেবে ১৭ এপ্রিল সকাল থেকে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দেন। তবে পরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে তারা বৈঠকে বসতে রাজি হন। ফলে, বৈঠক শেষ না হওয়া পর্যন্ত রেল অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন