ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, দেশজুড়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৮, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০০, ১৮ এপ্রিল ২০২৫

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, দেশজুড়ে বিক্ষোভ মিছিল

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সাথে বৈঠকে সন্তুষ্ট না হওয়ায় এই ঘোষণা দেয় তারা। ঘোষণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় তারা দেশব্যাপী সকল পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে। 

গতকাল রাতে পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী এক শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানান, আজ শুক্রবার জুমার নামাজের পর দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করবে।

এর আগে, গত বুধবার শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের কারণে দিনভর তীব্র যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে তারা বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দেয়।

তবে, গতকাল সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বৈঠক রয়েছে। সেই বৈঠকের পূর্ব পর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি স্থগিত থাকবে।

গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) দুপুর পর্যন্ত মন্ত্রণালয়ে অনুপস্থিত ছিলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ মকবিরুল ইসলামও ঢাকার বাইরে অবস্থান করছিলেন। এমতাবস্থায়, অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত বৈঠক করে।

বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধি মাসফিক ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের সাথে বৈঠক করানো হবে। কিন্তু তারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এসে দেখেন শিক্ষা উপদেষ্টা সেখানে উপস্থিত হননি। সচিব রংপুরে থাকায় তিনিও উপস্থিত হতে পারেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কিছু বিষয়ে আলোচনা হলেও, তারা কোনো ‘পেপার ওয়ার্ক’ বা পদক্ষেপের প্রমাণ দেখাতে পারেননি। তারা নিয়োগবিধি সংশোধন এবং অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বললেও, শিক্ষার্থীরা কোনো দৃশ্যমান ফলাফল দেখতে পাচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ওই শিক্ষার্থী আরও বলেন, বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন কোনোভাবেই সন্তুষ্ট নয়। কর্তৃপক্ষ ডেকেও কোনো সমাধান দিতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে।

এরপর সন্ধ্যায় মশাল মিছিলের ডাক দেওয়া হয়। এ বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি রমজান আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘নাটকীয় বৈঠক’ এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল কর্মসূচি আহ্বান করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।

২. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে।

৩. ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করতে হবে।

৪. মামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করতে হবে।

৫. ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে।

৬. বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানার জন্য বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজউদ-দৌলা খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন