শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭, ২৩ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানির সময় এসব তথ্য তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক।
শুনানিতে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানান।
শুনানি শেষে আদালত বাড্ডা থানার একটি হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।