ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

২২ মাঘ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

শিরোনাম

Scroll
শুল্ক বাড়ানোর প্রতিবাদে সমুদ্র ও স্থলবন্দরে ফল খালাস বন্ধ
Scroll
জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ; রোড সেফটির প্রতিবেদন
Scroll
পুরোপুরি কার্যকর ১২ ব্যাংক, বাকিগুলো খুঁড়িয়ে চলছে: অর্থ উপদেষ্টা
Scroll
রাজনৈতিক দলগুলো সাফল্য চাইলেও সরকার সফল হতে পারছে না: মান্না
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
Scroll
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার
Scroll
দেনা আদায়ে সরকারকে চাপ বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের, লোডশেডিংয়ের শঙ্কা
Scroll
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
Scroll
ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ
Scroll
আগামীতে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবছর অনুমতি পেলেন সাদপন্থীরা; মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
Scroll
ইউএসএআইডির প্রশাসক নিযুক্ত হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
Scroll
মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের ওপর নয়
Scroll
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ
Scroll
সুদানে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৬৫
Scroll
২০৫ ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা
Scroll
বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি

চব্বিশের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের পর এমন বছর আর আসেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৮, ৩১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:২০, ২ জানুয়ারি ২০২৫

চব্বিশের দিনপঞ্জি: মুক্তিযুদ্ধের পর এমন বছর আর আসেনি

২০২৪ সালের শেষ দিন আজ ৩১ ডিসেম্বর। পেছন ফিরে তাকালে দেখা যায়, বছরটি ছিল অনেক ঘটনার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে এই বছরে। ২০২৪ সালে রাজনৈতিক ঘটনাবলিই বেশি। রাজনীতির বাইরে এ বছর দুর্ঘটনা ও অপরাধের বড় কয়েকটি ঘটনা ঘটেছে। বড় বন্যা হয়েছে। বাংলাদেশি জাহাজ সোমালি জলদস্যুদের কবলে পড়েছে। আদালতে বড় কিছু রায় হয়েছে। ক্রীড়াক্ষেত্রে কিছু অর্জনও আছে। বছরের শেষ মাসে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, তাদের চোখে ২০২৪ সালের সেরা দেশ বাংলাদেশ।

১ জানুয়ারি ২০২৪: বছরটা শুরু হয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের মধ্য দিয়ে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন শ্রম আদালত। ঢাকার বিজয়নগরে শ্রম আদালতে গিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

৭ জানুয়ারি ২০২৪: দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হয়। বেশিরভাগ ভোট কেন্দ্রই ছিল ভোটারশূন্য। বিএনপিসহ ছোট-বড় অনেক দলের বর্জনের মুখে নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে আওয়ামী লীগ নিজ দলের ‘ডামি’ প্রার্থী দাঁড় করায়। পাতানো এ নির্বাচনে আওয়ামী লীগ ও দলের স্বতন্ত্ররা জিতে যান ২৮০টি আসনে।

১১ জানুয়ারি ২০২৪: দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজান ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়ে।

১১ জানুয়ারি ২০২৪: ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১১ জানুয়ারি ২০২৪: ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে ৭৫ দিন বন্ধ থাকার পর সেদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন দলটির নেতাকর্মীরা।

১৭ জানুয়ারি ২০২৪: ঘন কুয়াশার মধ্যে মালবাহী নৌযানের ধাক্কায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে পদ্মা নদীতে ডুবে যায়।

২৩ জানুয়ারি ২০২৪: শিক্ষক আসিফ মাহতাব উৎসকে চাকরিচ্যুতের প্রতিবাদে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। যা পরবর্তীতে বেশ আলোচনায় ছিল।

১৩ ফেব্রুয়ারি ২০২৪: ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর মামলায় দ্য ডেইলি স্টার’র নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ।

১৫ ফেব্রুয়ারি ২০২৪: যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৩৩০ জনকে কক্সবাজারের ইনানী উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে দেশটির কাছে হস্তান্তর করা হয়।

১৫ ফেব্রুয়ারি ২০২৪: ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস কারাগারে কাটানোর পর সেদিন বিকালে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫ ফেব্রুয়ারি ২০২৪: যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে চাকরিচ্যুত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 
২৯ ফেব্রুয়ারি: ভয়াবহ আগুনে মৃত্যুপূরী বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, প্রাণ যায় ৪৬ জনের।

৪ মার্চ ২০২৪: বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির পর ধানমন্ডি এলাকায় রেস্তোরাঁ ঠাসা গাউসিয়া টুইন পিক ভবনে অভিযান চালিয়ে সেখানকার রেস্তোরাঁ বন্ধ করে দেয় রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

৫ মার্চ ২০২৪: চট্টগ্রামে এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজের গুদামে আগুন লাগার একদিন বাদেও তা পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। সুগার মিলের ১ নম্বর গুদামে অগ্নিকাণ্ডে পোড়া অপরিশোধিত চিনি কালো তরল হয়ে মিশতে দেখা যায় কর্ণফুলীতে; তাতে দূষিত হয়ে পড়ে নদীর পানি।

১০ মার্চ ২০২৪: ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতলেও এবারই প্রথম আয়োজিত অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ। কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা একাডেমি মাঠ জায়গা পেয়ে যায় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে।

১২ মার্চ ২০২৪: ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এর নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিককে জিম্মি করেছে জলদস্যুরা। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সেটি জলদস্যুর কবলে পড়ে।

১৩ মার্চ ২০২৪: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ৩২ জন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে কমপক্ষে ১৭ জনেরই মৃত্যু হয় হাসপাতালে।

১৮ মার্চ ২০২৪: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহননের ঘটনায় দোষীদের বিচার এবং যৌন নিপীড়ন বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

২৯ মার্চ ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বহর নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রবেশের ঘটনায় বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।

২ এপ্রিল ২০২৪: ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজিরা দেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন বিচারক।

২৬ এপ্রিল ২০২৪: গরমের তেজ ভাঙে ৭৬ বছরের রেকর্ড। ৩৮ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। 

৯ মে ২০২৪: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ ইয়াক-১৩০। দুর্ঘটনার পর বিমানের দুই পাইলট উইং কমান্ডার সোহান হাসান খাঁন ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে নদীতে অবতরণ করলেও প্রাণ হারান জাওয়াদ।

১৯ মে ২০২৪: ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশের অভিযানের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করেন চালক এবং রিকশা ও গ্যারেজ মালিকরা।

২২ মে ২০২৪: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে আট দিন নিখোঁজ ছিলেন। ২২ মে তাঁর খুন হওয়ার বিষয়টি জানা যায়। তাঁর মরদেহ টুকরা টুকরা করে লুকিয়ে ফেলার চেষ্টা করে খুনিরা। ডিএনএ পরীক্ষার পর ২০ ডিসেম্বর নিশ্চিত হওয়া যায়, খণ্ডাংশগুলো তাঁর মরদেহের।

২৪ মে ২০২৪: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। দুই দিন আগে এসেছিল আনারের লাপাত্তা হওয়ার খবর।

২৭ মে ২০২৪: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় দিনভর প্রবল বাতাসের সঙ্গে ঝরে বৃষ্টি; স্থবির হয়ে পড়ে জনজীবন। তীব্র বাতাসে রাজধানীর বিভিন্ন জায়গা ও সড়কে উপড়ে পড়েছে গাছপালা, যান চলাচল বিঘ্নিত হয়।

৩১ মে ২০২৪: কাজ নিয়ে মালয়েশিয়া যাওয়ার শেষদিনে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হন কয়েকশ শ্রমিক। টিকেট মিললে তবেই উড়াল, শেষ পর্যন্ত অনেককে ফিরতে হয় বেদনা হয়ে।

১৯ জুন ২০২৪: চার দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়; প্লাবিত হয় নতুন নতুন এলাকা।

২৭ জুন ২০২৪: ছাগলকাণ্ডে আলোচিত পশু খামার সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি। ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল পশু খামারটি।

১ জুলাই ২০২৪: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

৪ জুলাই ২০২৪: সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে রাজধানীতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তার আগ দিয়ে আদালতের রায়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা নামেন রাজপথে।

৭ জুলাই ২০২৪: সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে এদিন বাংলা ব্লকেডের অংশ হিসেবে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

১২ জুলাই: আষাঢ়ের শেষে শুক্রবার টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর পর্যন্ত পানি। মূল সড়ক ও অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার পাশাপাশি দোকানপাট আর নিচতলার বাসায় পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাজধানীতে বিদ্যুৎস্পৃর্শে চারজনের মৃত্যু হয়।

১৪ জুলাই ২০২৪: চীন সফরের অভিজ্ঞতা জানাতে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, পাবে রাজাকারের নাতি-পুতি?’ এই প্রশ্ন তিনি সেখানে ছুড়লে আন্দোলনের মোড় ঘুরে যায়।

১৪ জুলাই ২০২৪: সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

১৫ জুলাই ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। তাতে সহিংস রূপ পায় আন্দোলন।

১৬ জুলাই ২০২৪: পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু ছড়িয়ে দেয় দ্রোহের আগুন।

১৮ জুলাই ২০২৪: রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দিনভর পুলিশের সংঘর্ষ হয়। সারা বাংলাদেশে আন্দোলন বেগবান হয়ে উঠে, চলে দিনভর সংঘর্ষ। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ।

১৮ জুলাই ২০২৪: আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন জ্বালিয়ে দেওয়া হয়। 

১৮ জুলাই ২০২৪: আন্দোলনকারীদের একটি অংশ আগুন দেয় বাংলাদেশ টেলিভিশন ভবনে।

১৮ জুলাই ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মধ্যরাত থেকেই সেনা মোতায়েন করা হয়।

২১ জুলাই ২০২৪: আন্দোলনকারীদের দমাতে ঢাকার বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে।

২৭ জুলাই ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের একটি প্রতিনিধিদল।

৩০ জুলাই ২০২৪: কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি, গণগ্রেপ্তার, নির্যাতন ও হামলা-মামলার প্রতিবাদে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন সংস্কৃতিকর্মীরা।

১ আগস্ট ২০২৪: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ওই প্রজ্ঞাপন বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সন্ত্রাস-সহিংসতার সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

১ আগস্ট ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় মৃত্যু, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে ঢাকার ফার্মগেইটে সমাবেশ করেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা।

১ আগস্ট ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর হামলা এবং কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষকরা ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

৩ আগস্ট ২০২৪: কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে তোলা হয় সরকার পতনের ‘এক দফা’ দাবি।

৪ আগস্ট ২০২৪: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে কয়েক ডজন গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হয়।

৫ আগস্ট ২০২৪: প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ। উল্লাসের মধ্যে চলে লুটপাটও। ভেতরের বিভিন্ন স্থাপনা ভাংচুর করা হয়।

৮ আগস্ট ২০২৪: ছাত্রদের আহ্বানে দেশের হাল ধরতে প্যারিস থেকে ঢাকায় আসেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

৮ আগস্ট ২০২৪: বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

১০ আগস্ট ২০২৪: অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার দুদিন বাদে রংপুরে যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

১৪ আগস্ট ২০২৪: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। আগের দিন তাদের ধরা হয় ঢাকার সদরঘাট এলাকা থেকে।

১৫ আগস্ট ২০২৪: আওয়ামী লীগ সরকারের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার আদালতে নেওয়া হয়। আগেরদিন তাদের গ্রেপ্তার করা হয় নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে।

১৫ আগস্ট ২০২৪: তৃতীয় দফার বন্যায় ফেনীর ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়।

১৯ আগস্ট ২০২৪: ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়। দীর্ঘস্থায়ী ওই বন্যায় অন্তত ৫৯ জন নিহত হন। ক্ষয়ক্ষতি হয় বিপুল।

২৪ আগস্ট ২০২৪: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের আদালতে নেওয়া হয়। ভারতে পালানোর সময় আগের দিন তিনি ধরা পড়েন সিলেট সীমান্তে।

২৫ আগস্ট ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের সময় ক্ষয়ক্ষতির কারণে বন্ধ হয়ে যাওয়ার ৩৭ দিন পর চালু হয় ঢাকার মেট্রোরেল।

২৫ আগস্ট ২০২৪: সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে। পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

৫ সেপ্টেম্বর ২০২৪: শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ‘শহীদি মার্চ’ আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

১৭ সেপ্টেম্বর ২০২৪: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ঢাকার আদালতে হাজির করা হয়। তার আগে ১৬ সেপ্টেম্বর ভারতে পালাতে গিয়ে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে তিনি গ্রেপ্তার হন।

২৭ সেপ্টেম্বর ২০২৪: সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

১৭ অক্টোবর ২০২৪: নতুন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়ার পর ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই আদালত।

২২ অক্টোবর ২০২৪: বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমনকে ৫ দিনের রিমান্ডে পায় পুলিশ।

২৩ অক্টোবর ২০২৪: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এর আগে একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পরদিন ২৪ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

৩১ অক্টোবর ২০২৪: নেপালে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযান দারুণভাবে শেষ করে দেশে ফেরেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা।

৩১ অক্টোবর ২০২৪: ঢাকার কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় আগুন দিয়ে ভাংচুর করে একদল ব্যক্তি।

১৩ নভেম্বর ২০২৪: ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাজধানীর শেরেবাংলা নগরের রাস্তা আটকে বিক্ষোভ করেন। তাঁদের দাবি ছিল তিনটি—বিদেশে উন্নত চিকিৎসা, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাক্ষাৎ। পরদিন সচিবালয়ে আহত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

২০ নভেম্বর ২০২৪: হাতাহাতির ঘটনা থেকে বাস ভাঙচুরের ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়ান ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পরে আসে সেনাবাহিনী।

২০ নভেম্বর ২০২৪: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রিকশাচালকরা। এসময় সড়কে তীব্র যানজটের তৈরি হয়; দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

২১ নভেম্বর: সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশে বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন বিষয়ে আলাপ করেন; ছয় বছর পর প্রথমবারের মত কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল।

২৪ নভেম্বর ২০২৪: যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার জেরে সেখানকার শিক্ষার্থীরা ভাঙচুর চালায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল ও সোহ্‌রাওয়ার্দী কলেজে।

২৫ নভেম্বর ২০২৪: সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

২৬ নভেম্বর ২০২৪: ঢাকায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে পাঠানো হয়। তাকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখায়, পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে।

২৭ নভেম্বর ২০২৪: চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা হয়। আগের দিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় সংঘাতের মধ্যে তিনি হত্যার শিকার হন।

৩ ডিসেম্বর ২০২৪: আগের দিন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ঢাকার বারিধারায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

১৮ ডিসেম্বর ২০২৪: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

২৬ ডিসেম্বর ২০২৪: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র।

৩১ ডিসেম্বর ২০২৪: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হলো।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন