শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৭, ২৭ নভেম্বর ২০২৪
সাড়ে তিন হাজারের বেশি পদে জনবল নিয়োগে চলতি মাসেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শেষ সময়ে এসে আরও কিছু নতুন পদ যুক্ত হচ্ছে ৪৭এ। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৬০টি ক্যাডার পদ আর দুই শতাধিক নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
রোববার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর বলেন, ‘এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত। চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছে কমিশন।’
তিনি আরও বলেন, ‘কিছু পদ নতুন এসেছে। যাচাই–বাছাই চলছে। ক্যাডার ও নন–ক্যাডারের কিছু পদ বাড়তে পারে। টেলিটকের সঙ্গে আমাদের সভা আছে। বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
গত কয়েকবছর ধরে পিএসসি ৩০ নভেম্বর বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
এ ধারা অব্যাহত রাখতে এ বছরও ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, ‘আগের কমিশন প্রতিবছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশকে ইনোভেশন হিসেবে ধরেছিল। আমরা ৩০ নভেম্বরের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘কমিশন বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারন করেনি। কমিশনের সায় পেলে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে বিজ্ঞপ্তি প্রকাশ ডিসেম্বরের প্রথম সপ্তাহেও হতে পারে। তবে আমাদের টার্গেট নভেম্বর মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করার।’
চলতি বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের নিয়োগের গেজেট প্রকাশিত হয়। গেজেটভুক্ত প্রার্থীরা আগামী ১ জানুয়ারি যোগ দেবেন। ‘সম্প্রতি যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান জনপ্রশাসন সচিব।