শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৬, ১২ মার্চ ২০২৫
জার্মান ভিসার অপেক্ষায় রয়েছেন ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসা আবেদন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।
রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪৪৭৬ জন শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮৮০।