ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

সরিয়ে দেওয়া হলো সিলেটের সেই এসপিকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১২, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ১৮:৫৫, ১৯ মার্চ ২০২৫

সরিয়ে দেওয়া হলো সিলেটের সেই এসপিকে

অবশেষে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এরপরই ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।

পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এসপি না থাকাকালে আমাদের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন দায়িত্বগুলো পালন করব। আজ (বুধবার) থেকে প্রশাসনিক, দাপ্তরিক ও অফিসার-ফোর্সদের ছুটির বিষয়গুলো দেখব। আর অল্প দিনের মধ্যে এখানে একজন এসপি পাঠানো হবে।’

সিলেট রিজিয়ন সূত্র জানায়, অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালসহ হয়রানির অভিযোগের বিষয়ে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো বিষয়টি সংবাদপত্রে উঠে আসায় সিলেট রিজিয়নে কর্মরত অফিসার-ফোর্সদের ভয়ভীতি দেখাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে স্বস্তিতে নেই কর্মরতরা।

ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।

আরও পড়ুন