শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯, ৭ এপ্রিল ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গতকালই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ ক্লাস-পরীক্ষা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব অফিসেও কার্যক্রম স্থগিত থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এ সময় সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে আজ সমাবেশ ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাইরেও রাজধানীর কিছু স্কুল-কলেজে আজ ক্লাস হয়নি। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না। শিক্ষার্থীদের অনুপস্থিতি ও আন্দোলনের প্রভাবেই প্রতিষ্ঠানগুলো কার্যত বন্ধ রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। গতকাল ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) আজ ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।