শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:২৪, ২ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। গত কয়েকদিন ধরে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনে রাজ্যের বিরোধীদলসহ বিভিন্ন সংগঠন স্মারক লিপি দিয়েছে। স্মারক লিপি জমা দিতে গিয়ে দফায়-দফায় সংঘর্ষ হয় কলকাতা পুলিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। তাতে দুই পক্ষের লোকজনের হতাহতের ঘটনা ঘটেছে।
সম্প্রতি কলকাতায় এসে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরব হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত বিজেপির সংসদ সদস্য হিসেবেও খ্যাত। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির এই সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, ‘যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের হিন্দুদের জন্য খুবই চিন্তার বিষয়।’
অন্যদিকে রবিবার (১ ডিসেম্বর), বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি।
জম্মুতে এক দলীয় সভায় কর্মীদের উদ্দেশে মেহবুবা মুফতি বলেন, হিন্দুরা বাংলাদেশে সাময়িক অস্থিরতার মুখে পড়েছে। কিন্তু, আমরা যদি ভারতে সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি, তাহলে দুই দেশের পার্থক্য কোথায় রইলো!