শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৯:২০, ৩ ডিসেম্বর ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন 'টুয়েলভ ফেইল' খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে করা এক পোস্টে এই অভিনেতা জানান, নিজের পরিবারকে সময় দিতে চান তিনি। অভিনেতার এমন আচমকা স্বেচ্ছাবসরের ঘোষণার সিদ্ধান্তে হতবাক নেটিজেনরা।
ক্রমশ জটিল হতে থাকা এই বিষয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) মুখ খোলেন জনপ্রিয় এই অভিনেতা। সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন তিনি।
বিক্রান্ত বলেন, ‘টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরেফিরে অসুস্থ হয়ে পড়ছি। তাই কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নিজের বাড়ি ও পরিবারের প্রতিও আমার কিছু দায়িত্ব রয়েছে। কাজের চাপে সেগুলোও পালন করতে পারছি না, যার ফল ভুগছে আমার স্ত্রী ও সন্তান। সমস্ত দায়িত্ব মিটিয়ে এরপর অভিনয়ে ফিরব।’
অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভ ফেল’ মুভির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেতা। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য সবরমতী এক্সপ্রেস’-এর ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।