শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৮, ৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৮:১৫, ৪ ডিসেম্বর ২০২৪
ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির
বিনোদন জগতের সমসাময়িক অনেকের প্রেম, ভালোবাসা এবং বিয়ে নিয়ে রসালো আলোচনা হলেও এ ক্ষেত্রে বেশ ব্যাতিক্রম ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে কাজ নিয়ে ব্যস্ত থাকেন সাফা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোন রাখঢাক না রেখে সাফা কবির জানালেন, ‘আমার মনে হয়, আমি আমার কাজের প্রেমে আছি। কাজের ভালোবাসায় আছি। সব শিল্পী এ ধরনের কথাই বলেন। তাই শুনতেও একরকম ক্লিশে শোনাতে পারে। অনেকে হয়তো ভাবতেও পারেন, এটা বলার জন্য বলছি। মোটেও তা নয়, আমি মন থেকে বলতে চাই, আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি। কাজের মধ্যে আমি এত বেশি ব্যস্ত থাকি, তাই আলাদাভাবে জীবনসঙ্গী নিয়ে ভাবব যে…অবশ্যই জীবনসঙ্গী থাকা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও একদিন বিয়ে করব। করতে চাই।’
সাফা কবিরের ভাষ্য, ‘পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে। কখনো পারিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সেক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।’
আপাতত নিজের বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া বা পারিবারিক চাপের কথা নেই বলে জানান অভিনেত্রী সাফা কবির। অভিনেত্রী জানান, ‘সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এজন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। সত্যিই বলতে, যখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়, তখন মনে হয়, আমার তো বিয়ে করা উচিত। কারণ, বিয়ে নিয়ে প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। এটা ছাড়া বিশ্বাস করেন, আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না।’
দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থেকে ব্যতিক্রমী গল্পের কাজ করার ইচ্ছা সাফা কবিরের। সামনে আসন্ন ১৪ ফেব্রুয়ারী, ভালোবাসা দিবস উপলক্ষে নতুন কাজ নিয়ে পর্দায় হাজির হতে চান।