শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১১, ৪ ডিসেম্বর ২০২৪
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। স্থানীয় সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন নাগার্জুনের পুত্র।
শোভিতার পরিবারের রীতি মেনে তেলুগু প্রথায় বিয়ের অনুষ্ঠান পালন করা হবে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলবে তাদের বিয়ে। সূত্রমতে, বিয়ের আট ঘণ্টা শেষে পূজা দিতে মন্দিরে যাবেন নাগা ও শোভিতা।
প্রথমে শোনা যাচ্ছিল, রাজস্থানের কোনও প্রাসাদে বসবে নাগা ও শোভিতার বিয়ের আসর। তবে এত জাঁকজমক আয়োজনে যাচ্ছেন না তারকা জুটি। বরং পরিবারের বয়স্ক সদস্যদের কথা মাথায় রেখে অন্নপূর্ণা স্টুডিওতে বসবে নাগা-শোভিতার বিয়ের আসর। দক্ষিণী চলচ্চিত্র তারকারাও উপস্থিত থাকবেন এই বিয়েতে। অতিথি হিসাবে দেখা যেতে পারে চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও।
গেল আগস্টে বাগদান পর্ব সেরেছেন এই তারকা জুটি। সে খবর প্রকাশ্যে এনেছিলেন চৈতন্যর বাবা নাগার্জুন অক্কিনেনি। এরপর চলতি মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে নিচ্ছেন।