শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৫, ৩ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫১, ৩ জানুয়ারি ২০২৫
বলিউড পরিচালক সাজিদ খান
কয়েক বছর আগে বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের প্রভাব পড়ে অনেক নামজাদা চলচ্চিত্র ব্যাক্তির ওপর, হুমকির মুখে পড়ে সিনেমা ক্যারিয়ার। যৌন হেনস্থার সেই অভিযোগের আঙুল ছিল জনপ্রিয় পরিচালক সাজিদ খানের দিকেও। এতদিনে সেসব উতরিয়ে বলিউড চেনা ছন্দে ফিরলেও, সাজিদ পুরোপুরি এখনো নিজের ছন্দে ফেরেননি।
তবে বলিউড পরিচালক সাজিদ খান জানান, এ ঘটনা তাকে নতুন করে চলার সাহস ও অনুপ্রেরনা যুগিয়েছে। পরিচালক জানিয়েছেন, ‘কারও বিরুদ্ধে তার এখন কোনো অভিযোগ নেই। গত কয়েক বছরে নিজেকেও নতুন ভাবে আবিষ্কার করেছি।’
সেই সময় ‘হাউজফুল ফোর’ ছবি পরিচালনা করছিলেন সাজিদ। ‘মিটু’ অভিযোগ ওঠায় নির্মাতারা তাকে সরিয়ে দেন। সাজিদ জানিয়েছেন, রাতারাতি তিনি বেকার হয়ে যান। এক সময় অবসাদে ভুগতে শুরু করেন। পরিচালক বলেন, ‘গত ছয় বছরে অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি।’
কিছুদিন পর ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন (IFTDA) তাকে কাজের অনুমতি দিলেও ক্যারিয়ার আগের অবস্থায় ফিরেনি। সাজিদের ভাষায়, ‘কাজের অভাবে নিজের ফ্ল্যাট বিক্রি করে আমাকে ভাড়া বাসায় উঠতে হয়েছে।’
অভিযোগ ওঠার সময় সাজিদ খান তার অসুস্থ মায়ের কাছে এই বিষয়টি গোপন রেখেছিলেন। তিনি জানান, তার মা তখন অসুস্থ ছিলেন। সাজিদ বলেন, ‘মা জানতে পারলে হয়ত হৃদ্রোগে আক্রান্ত হতেন। তখন ফারহা (তার বোন) মায়ের কাছ থেকে সংবাদপত্র লুকিয়ে রাখত।’ পরে, ২০২৪ সালে সাজিদ ও ফারহা তাদের মা-কে হারান।
‘হাউজফুল’ পরিচালক জানিয়েছেন, অভিযোগ নিয়ে এখন তার কারও প্রতি কোনো অভিযোগ নেই। এই সময়টায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন।