শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫২, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:০৯, ২৬ জানুয়ারি ২০২৫
দেশের অন্যতম শীর্ষ বেসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার ২০২৫’-এর তালিকা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার (২৫ জানুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।
শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে। দেশটিতে পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
প্রয়াত সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস এ বছর মরণোত্তর পদ্মভূষণের জন্য মনোনিত হয়েছেন। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন এই শিল্পী। এদিকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেতা ও রেসিং দুনিয়ার বড় নাম অজিত কুমারের। এছাড়াও আছেন অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা।
এবার পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং। এছাড়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী মমতা শঙ্করও পদ্মশ্রী পাচ্ছেন। এই তালিকায় আরও রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। পদ্মশ্রী পাচ্ছেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। ক্রীড়াবিদদের মধ্যে অশ্বিন ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান ও প্রথম প্যারালিম্পিকে সোনাজয়ী আর্চার হারভিন্দর সিং। এ ছাড়া ভারত হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
শিল্প জগত থেকে ২০২৫ সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কত্থক শিল্পী কুমুদিনি লাখিয়া, ভায়োলিনিস্ট লক্ষ্মীনারাণ সুব্রহ্মণ্যম, বিহারের শাস্ত্রীয় সংগীত শিল্পী শারদা সিনহা, যিনি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন। বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম রয়েছে ঢাকি গোকুল চন্দ্র দাসের। সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে প্রশংসা পেয়েছেন।
চলতি বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন।