শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২১:৫০, ৩০ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২১:৫১, ৩০ জানুয়ারি ২০২৫
পরীমণি নতুন প্রেমে পড়েছেন- এমন সংবাদ যখন টক অব দ্য টাউন, তখনই কথিত প্রেমিক প্রকাশ করলেন নতুন গান। ‘কুফা’ শিরোনামের গানটির জন্য শুভকামনাও জানিয়েছেন ‘অন্তরজ্বালা’ অভিনেত্রী। বুধবার প্রকাশিত হয়েছে তরুণ গায়ক শেখ সাদীর নতুন গান ‘কুফা’। এই গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে আসেন গায়ক। পরীমণির নতুন প্রেমিক- এমন গুঞ্জনও রটেছে। তবে বিষয়টি নিয়ে খোলাসা করে কথা বলেননি কেউ। আড়ালে আবডালে কি হচ্ছে বলে দেবে সময়। তবে সেই ‘ফাইনাল’ সময়ের আগে নিজেদের ভাব কিছুটা প্রকাশ করতে পিছপা হননি পরী-সাদী।
ঘটনার সূত্রপাত জানতে হবে। পরীমনির ফেসবুকে পোস্ট করা ভিডিওতে একাধিকবার দেখা গেছে ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদীকে। সম্প্রতি আদালতে পরীমনির জামিনদার হওয়ার পর থেকে তরুণ এই গায়ক নতুনভাবে আলোচনায়। এমনকি এর পর থেকে ‘ভুল শিরোনামে সংবাদ’ হওয়ার দাবিও করেছেন সাদী। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানান এই গায়ক।
ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ সাদী বলেন, ‘সাংবাদিক ভাই-বোন যাঁরাই আছেন, অনুরোধ রইল, আপনারা মনগড়া নিউজ বানাবেন না। শেখ সাদী তাঁর এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না।’
তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না।’ শেখ সাদী আরও বলেন, ‘অনেক সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, তাঁদের সঙ্গে স্বাভাবিক আলাপ–আলোচনা হয়। কিন্তু সেসব আলাপ ভুল ব্যাখ্যা করে উপস্থাপন ঠিক না। প্লিজ আপনারা এটা না করলে আমার ভালো হবে। এই বিষয়ে যেসব কথা হচ্ছে, এতে আমি ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করছি। দেশে আরও গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, নিউজ করলে সেসব বিষয়ে করা উচিত।’
পরীমনির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমনির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তাঁর সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তা হয়; এটা নিয়ে বেশি কিছু বলার তো কিছু দেখি না।’
মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসির পাট চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। ১৫৪ মিলিয়নের বেশি ভিউ হওয়া রেকর্ড সৃষ্টি করা ‘ললনা’ গান সৃষ্টি করেছেন তিনি।