শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৫
ব্যক্তিগত জীবন নিয়ে হঠাৎ করেই আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মামলা করেছেন মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পপি তার মাসহ ভাইবোনের বিরুদ্ধে থাকায় খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, পপির মা এবং ভাইবোন তার কেনা জমি দখল করে রেখেছেন দীর্ঘদিন যাবত। একাধিক বার জমি ছেড়ে দেয়ার অনুরোধ করেও সমাধান হয়নি। বর্তমানে অভিনেত্রীর জমি দখল নিতে তাকে ভয় দেখানো হচ্ছে। পপির পরিবারের সদস্যরা বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পপির কেনা জমি খালি করে দেয়ার কথা বলে তার জমির দেখা শোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি দেয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালনপালন করেছি তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনে মত করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না তাই আমি এখন তাদের কাছে শত্রুর মত।
কাঁদতে কাঁদতে পপি বলেন, মা বোনদের কাছে আমি সোনার ডিমপাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিন ছিলাম। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। ২০০৭ সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন। তিনি অনেক সাপোর্ট করেছিলেন। বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তারপর বাবা মা বেঈমানি করেছে। সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেককিছু ফেইস করেছি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু।
দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি পপি জানান, তিনি তার মা বোন ভাইদের কাছ থেকে ভালো থাকতে চান। সবশেষে পপি বলেন, সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় এই দোয়াটুকু করবেন সবাই।