শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৪:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫
বলিউডের দর্শকনন্দিত সুরকার সেলিম মার্চেন্ট প্রথমবারের মতো বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা ভাষার গানও তিনি প্রথমবার গাইলেন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি গায়িকা সিঁথি সাহা।
ভালোবাসা দিবস উপলক্ষে গানটির মিউজিক ভিডিও সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামে গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন সাজিদ সরকার।
সোমেশ্বর অলি বলেন, ‘বলিউডের সেলিম-সোলায়মান জুটির অনেক গানই আমার শোনা হয়েছে, ভালো লাগাও আছে। তাদেরই একজন সেলিম মার্চেন্ট, যিনি বাংলা ভাষার মানুষ নন। তিনি গানটি গেয়েছেন শুনে আনন্দই হলো।’
তিনি আরও বলেন, 'অবশ্য শুরুতে জানতাম না। সেলিম মার্চেন্ট ভয়েস দেওয়ার পর জানতে পেরেছি। সাজিদ সরকার আমার পছন্দের সুরকার। তার সঙ্গে বরাবরই কাজের অভিজ্ঞতা সুন্দর হয়। আর সিঁথি সাহা দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় অনেক তারকাশিল্পীর সঙ্গে যে কাজ করেছেন সেগুলো প্রশংসার দাবি রাখে।'