ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
Scroll
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
Scroll
মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক প্রকাশ
Scroll
যমুনার আশপাশে সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ: ডিএমপি
Scroll
ইউক্রেনীয় সেনাদের হটাতে কুরস্কে অভিযান শেষ পর্যায়ে: রাশিয়া
Scroll
মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে
Scroll
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো সংশয়ে আছে বিএনপি
Scroll
রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে-দরে সবাইকে ‘শাহবাগী’ বলা বন্ধ করার আহ্বান মাহফুজ আলমের
Scroll
ধর্ষণ মামলার বিচার শুধু দ্রুতই নয়, বিচারটা যাতে নিশ্চিত হয় এবং যথাযথ হয় সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হচ্ছে: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

ভালোবাসার বসন্তে ভেসেছেন তারকারাও

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসার বসন্তে ভেসেছেন তারকারাও

বসন্ত এসে গেছে। সকাল থেকে দেশের তারকারা নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। দেশের তারকারা ফুলে, শাড়িতে, ঘুরে বেড়ানোর নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করছেন। বিনোদন জগতের তারকাদের ছবিতে দেখে নেওয়া যাক ভালোবাসা ও বসন্তের হাওয়া কতটা লাগল গায়ে...

কথায় আছে, বয়সটা একটা সংখ্যা মাত্র। তবে সবার জন্য নয়, কারো কারো ক্ষেত্রে এটা বলাই যায়। আর সে দলে আছেন জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী কবীর সুমন। বয়সকে উপেক্ষা করে প্রেমের উচ্ছ্বাসে পঁচাত্তরেও উদ্দীপ্ত এ গায়ক। ভালোবাসা দিবসে প্রেমিকাকে সামনে এনে আবারও জানিয়ে দিলেন, প্রেমের কোনো বয়স নেই!

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাগুনের সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, সেলফি তুলছেন এক নারী, আর পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ভালোবাসা দিবস।’ ছবির নারীটি সৌমি বসু মল্লিক। কবীর সুমনের এ পোস্টের উত্তরে তিনি লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি।’ এরপর থেকেই এই যুগলকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফাগুন এসেছে’। সঙ্গে ভালোবাসার ইমো পোস্ট করেছেন।

অভিনেত্রী নোভা ফিরোজও ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা, আজ ভালোবাসার চাপে ফাল্গুন হাওয়া হয়ে যেতে পারে।’

অভিনেত্রী স্বাগতার মনে যে বসন্ত দোলা দিচ্ছে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।

গায়িকা লিজা বসন্তের সাজে দিলেন কাজের খবর। তিনি লিখেছেন, ‘এবারের ফাল্গুন ভালোবাসা দিবসকে ঘিরে আমার নতুন একক গান ‘তুমি এলে’ প্রকাশ পেতে যাচ্ছে।’

সোহম চক্রবর্তী তার স্ত্রীটলিপাড়ার নায়ক সোহম হলেও তাঁর স্ত্রী তনয়া কিন্তু একেবারেই লাইমলাইট থেকে দূরেই থাকেন। মিষ্টি মুখের মেয়ে তনয়ার সঙ্গে অভিনেতার প্রেম সেই ছোটবেলার। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে বিয়ে করেন দুজনে। আজ ভালোবাসা দিবসে প্রিয়তমাকে ভালোবাসা জানাতে ভুলেননি। সেখানে লিখেছেন ভালোবাসা দিবস প্রিয় পুচকু।


শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনও ব্যাচেলর জীবনই পার করছেন। প্রেম আছে কিনা তা নিয়েও মুখ খোলেননি। তবে ভক্তদের জন্য বিশেষদিনে দিয়েছেন বিশেষ ছবি।

আরও পড়ুন