ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
Scroll
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
Scroll
মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর শোক প্রকাশ
Scroll
যমুনার আশপাশে সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ: ডিএমপি
Scroll
ইউক্রেনীয় সেনাদের হটাতে কুরস্কে অভিযান শেষ পর্যায়ে: রাশিয়া
Scroll
মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে
Scroll
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো সংশয়ে আছে বিএনপি
Scroll
রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে-দরে সবাইকে ‘শাহবাগী’ বলা বন্ধ করার আহ্বান মাহফুজ আলমের
Scroll
ধর্ষণ মামলার বিচার শুধু দ্রুতই নয়, বিচারটা যাতে নিশ্চিত হয় এবং যথাযথ হয় সে লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন কঠোর করা হচ্ছে: আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসায় আজ রিসেট বাটন চাপার দিন

মানুষের চিরায়ত ধারণা, সময় গড়ালে প্রেম ফিকে হয়ে আসে। আবেগ-আকর্ষণ, মায়া-মুগ্ধতা কমে যায়। আলগা হয়ে যেতে থাকে পারস্পরিক প্রতিশ্রুতির সুদৃঢ় বাঁধন। সঙ্গীর প্রতি বাড়তি যত্ন নেওয়ার অভ্যাসেও কেমন একটা ভাটা পড়ে। সময়ের ফেরে সম্পর্কে সৃষ্টি হয় তিক্ততা। উবে যাওয়া প্রেম প্রতিস্থাপিত হয় অভিযোগ-অনুযোগে। প্রেম নয়, কেবল চোখে পড়ে সঙ্গীর ভুল আর ব্যর্থতা। অথচ সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, রাখতে জানলে যেকোনো সম্পর্কই চিরকাল নতুন থাকে। হ্যাঁ, আজই সেই মোক্ষম দিন।

আজ ১৫ ফেব্রুয়ারি, লাভ রিসেট ডে। লুপ্তপ্রায় প্রেম কিংবা যেকোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজকের দিনটি কাজে লাগান। গতকাল অনেকেই কিছুটা হলেও নিভু নিভু প্রেমের পিদিমে উসকে নিয়েছেন নবপ্রেমের সলতে। মুখোমুখি বসার এই তো সময়। ফের একবার সামনে তুলে ধরুন সম্পর্কের খতিয়ান।

গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসা দিবস। প্রেম উদ্‌যাপনের দিন পেরোতেই অনেক যুগল হয়তো সম্পর্ক নিয়ে নতুন হিসাব কষতে বসেছেন। বিশেষত পুরোনো যুগলদের মাথায় হাজারটা সংশয়, অমীমাংসিত প্রশ্ন।

যা কিছু ভুল, যত অভিযোগ—বাড়তে না দিয়ে বরং ইতি টেনে দিন। কেবল প্রথাগত প্রেম-ভালোবাসা নয়, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, যার সঙ্গেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, কিংবা অজ্ঞাতে নড়ে গেছে সম্পর্কের শক্ত ভিত, আজ সেই সম্পর্কে রিসেট বাটন চাপুন। খোলামেলা আলোচনায় দূর করে নিন ভুল–বোঝাবুঝি। নতুন করে শুরু হোক সম্পর্ক। বন্ধন হোক আরও মজবুত। প্রেম ও বন্ধুত্ব হয়ে উঠুক সুন্দর ও অর্থবহ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সম্পর্ক-বিষয়ক পরামর্শক ও ব্লগার কার্লা লিন হলের উদ্যোগে এই দিবস উদ্‌যাপন শুরু হয়। ভালোবাসায় নতুন প্রাণ প্রতিষ্ঠার ভাবনা থেকেই এমন একটি দিবসের চল করেন তিনি।
 

আরও পড়ুন