শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২০:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২০:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বড় পর্দায় তার অভিষেক ঘটেছিল ঈদে। এরপর কেটে গেল নয় বছর। প্রায় প্রতি ঈদেই দুই সিনেমা নিয়ে হাজির হতেন, যার দরুন তাকে উৎসবের নায়িকাও বলা হতো। এই ঈদেও অভিনেত্রীর ‘পিনিক’ ও ‘জংলি’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তবে ‘বসগিরি’ অভিনেত্রী আসছেন নতুন পরিচয়ে। নাম লেখাচ্ছেন প্রযোজনায়। প্রযোজনার জন্য নিজের প্রতিষ্ঠানের নাম রেখেছেন বিগ প্রডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বুবলী।
জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।বুবলীর প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা তো থাকবেনই। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে তাঁর। বুবলী বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’
বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
বুবলি জানালেন, তিনি থেমে যেতে আসেননি এই পথে। আছে সুদূরপ্রসারী পরিকল্পনা। বুবলি বলেন, ‘এই অধ্যায়টা আমার জন্য একদমই নতুন। তবে আমি থেমে যেতে আসিনি, আমার পরিকল্পনা একদম সুদূরপ্রসারী। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। সবাই যেন বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে সে রকম চেষ্টাই থাকবে। একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’
এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। তবে সেই যাত্রা দীর্ঘ হয়নি। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী। বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। কয়েক বছরের মতো এবার রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটির ঘোষণা এসেছে এরই মধ্যে।