ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

জন্মদিনে রাফীর পাশে তমা, বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:২১, ৪ মার্চ ২০২৫

জন্মদিনে রাফীর পাশে তমা, বিয়ের গুঞ্জন!

শোবিজে অনেক দিন ধরেই নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন বলে গুঞ্জন। মাঝে তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে। সেসব ছাপিয়ে এবার গুঞ্জন উঠেছে যে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে ফেলেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। 

এরপরই গুঞ্জন ছড়ায় রাফী-তমার গোপন বিয়ের। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি রাফী। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।

এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

এবার রাফীর জন্মদিন পার্টির একটি ছবি শেয়ার করে তমা মির্জা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।

আরও পড়ুন