শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২০:০৪, ৬ মার্চ ২০২৫ | আপডেট: ২৩:৫৫, ৬ মার্চ ২০২৫
ফের বিয়ে করেছেন অভিনেতা মিলন
ফের বিয়ে করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম তানিয়া শিপা। তিনি চট্টগ্রামের একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট হিসেবে কর্মরত আছেন।
অভিনেতার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বৌ দেখতে এসেছি। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেনো সুখী হয়।’
এছাড়া মিলন-শিপা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমধ্যমে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো। সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। সে ঘরে এক ছেলে রয়েছে অভিনেতার।
অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।
ঢাকা: জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ফের বিয়ে করেছেন। শোবিজ অঙ্গনে তার নতুন জীবনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা। সম্প্রতি ঘরোয়া আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই বিয়েতে শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে মিলন নিজে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।