ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

গোবিন্দাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ১০ মার্চ ২০২৫

গোবিন্দাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ফের আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি।

অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, ‘আমি দীর্ঘদিন সম্মানহানির শিকার হয়েছি, যা পূর্বপরিকল্পিত ছিল। আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল।’

তার কথায়, ‘তিনি একজন অশিক্ষিত বহিরাগত হওয়ায় ইন্ডাস্ট্রির ভেতরের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। গোবিন্দের দাবি, ষড়যন্ত্রের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, একসময় তার প্রাণনাশের চেষ্টাও করা হয়। অভিনেতা বলেন,  ‘আমার বাড়ির বাইরে বন্দুকধারীরা ধরা পড়েছিল। অনেকেই আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।’

এই পরিস্থিতির মধ্যে কেন রাজনীতিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে গোবিন্দা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রতি হওয়া অবিচারের প্রতিক্রিয়াতেই তিনি রাজনীতিতে আসেন। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন তিনি।

অন্যদিকে, সম্প্রতি গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে তারা দুজনেই এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সুনীতা বলেন, ‘এমন কেউ নেই যে আমাকে আর গোবিন্দাকে আলাদা করতে পারবে।’

তবে তারা কেন আলাদা থাকতেন জানতে চাইলে সুনীতা জানান, রাজনীতিতে যোগ দেয়ার পর নানা মানুষ তাদের বাড়িতে আসতে শুরু করে। তাই বাড়ির নারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেই গোবিন্দা বাড়ির কাছেই আলাদা একটি ফ্ল্যাট নিয়ে সেটিকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন।

রাজনীতির পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত গোবিন্দা। দীর্ঘদিন তাকে বড় পর্দায় দেখা না গেলেও, এবার নতুন কিছু কাজ নিয়ে ফিরছেন এই সুপারস্টার। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে তিনি জানান, তিনটি নতুন সিনেমা তার হাতে রয়েছে।

আরও পড়ুন