শিরোনাম
বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৮:০০, ১০ মার্চ ২০২৫
নাট্য নির্মাতা স্বামী আদিবাসী মিজানকে পুলিশে দিয়েছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। গতকাল রোববার ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেন অভিনেত্রী।
ওই মুহূর্তে লাইভে ছিলেন তিনি। তাকে বলতে শোনা যায়, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না।’
লাইভে দেখা যায়, আদিবাসী মিজান নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করছেন। মানসীর অভিযোগ, ‘মিজান বলছে, নিলয় ভাইয়ের (নিলয় আলমগীর) সঙ্গে কাজ করতে পারিনি বলে আমি তাকে মেরেছি! আমি তাকে কেন মারব? রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল।’
অভিনেত্রী যোগ করেন, ‘আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনো লাভ হয়নি। আমি ওর পরিবার- মা, বোনের কাছে সাহায্য চেয়েছি, তাকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি, বরং সে আমার নামে আজেবাজে কথা বলছে। এখন আর সহ্য করা সম্ভব না।’
নাটক, সিনেমা দুই অঙ্গনেই অভিনয় করেন মানসী। তিনি আলোচনায় আসেন ‘বেক্কল বউ’ নাটকের মাধ্যমে। এ নাটকের নির্মাতা আদিবাসী মিজান। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। তবে সংসারে চলছিল টানপোড়ন। যা প্রকাশ্যে এলো আবার।
মানসী প্রকৃতি অভিনীত শেষ কথা, যন্ত্রণা, জল শ্যাওলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ ও ‘রং রোড’ নামে দুটি চলচ্চিত্র।