ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

অস্কারে সর্বোচ্চবার সেরা হয়েও কেন পুরস্কার নিতে যাননি হেপবার্ন?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৩১, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:২২, ১১ মার্চ ২০২৫

অস্কারে সর্বোচ্চবার সেরা হয়েও কেন পুরস্কার নিতে যাননি হেপবার্ন?

ক্যাথরিন হেপবার্ন

যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানই অভিনয়শিল্পীদের জন্য এক স্বপ্নের মঞ্চ! সেই মঞ্চে হাজির হতে মাসখানেক আগেই শুরু হয় বিশেষ প্রস্তুতি। কম যায় না মানসিক প্রস্তুতিও। আর যদি সেটা হয় অস্কারের মতো মর্যাদাপূর্ণ আসর, তাহলে তো উত্তেজনায় ঘুমই হারাম! কিন্তু অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন এক্ষেত্রে ছিলেন ঠিক তার উল্টো। অস্কারে সর্বোচ্চবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেও কখনোই সেই মঞ্চে পুরস্কার নিতে যাননি তিনি!

ছয় দশকেরও বেশি সময় ধরে হলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন ক্যাথরিন হেপবার্ন। অভিনয়জীবনে পদার্পণের মাত্র দুই বছর পর ১৯৩৪ সালে ‘মর্নিং গ্লোরি’ সিনেমার জন্য প্রথমবারের জন্য অস্কার পান এই অভিনেত্রী। তখন তাঁর বয়স মাত্র ২৬ বছর। 

দ্বিতীয়বার অস্কার পেতে অপেক্ষা করতে দীর্ঘ ৩৪ বছর। ১৯৬৮ ‘গেজ হু ইজ কামিং টু ডিনার’ সিনেমার জন্য সালে দ্বিতীয়বার এবং পরের বছর ‘আ লায়ন ইন উইন্টার’ সিনেমার জন্য জেতেন তৃতীয় অস্কার। আর চতুর্থ ও শেষবার অস্কার ঘরে তোলেন ১৯৮২ সালে, ‘অন গোল্ডেন পন্ড’ সিনেমার জন্য।  

দীর্ঘ ক্যারিয়ারে চারটি অস্কার জয়ের পাশাপাশি আরও আটবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ক্যাথরিন। সেরা অভিনেত্রী হিসেবে এতবার অস্কার জেতার রেকর্ডটি আজও অক্ষুণ্ণ। তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে তাঁর সবচেয়ে কাছাকাছি আছেন ‘নোম্যাডল্যান্ড’-খ্যাত ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড।   

সর্বশেষ অস্কারপ্রাপ্তির চার দশক পেরিয়ে গেলেও এখনো হেপবার্নের রেকর্ড কেউ ছুঁতে পারেননি। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, চারবার অস্কার জিতলেও কখনো সেই পুরস্কার নিতে অনুষ্ঠানে যাননি তিনি! 

পর্দায় তিনি যতটা অসাধারণ ছিলেন, ব্যক্তিজীবনে ছিলেন ততটাই অনড় ও আত্মনির্ভরশীল। ফিল্মি পার্টিতে হেপবার্নের যাতায়াত ছিল কম, সংবাদমাধ্যমকেও এড়িয়ে চলতেন। কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ারও খুব একটা আগ্রহ ছিল না। সবসময়ই বলতেন, ‘এসব পুরস্কারের কোনো মূল্য নেই। আমার কাজই আমার আসল পুরস্কার।’

দীর্ঘ অভিনয়জীবনে মাত্র একবারই অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৭৪ সালে, তবে পুরস্কার নিতে নয়—দিতে গিয়েছিলেন। প্রযোজক বন্ধু লরেন্স ওয়েইনগার্টেনের হাতে তুলে দিয়েছিলেন আরভিং জি থালবার্গ মেমোরিয়াল পুরস্কার। 

শুধু সিনেমায় নয়, মঞ্চনাটকেও দারুণ দক্ষতা দেখিয়েছেন ক্যাথরিন হেপবার্ন। অভিনয় করেছেন ৪৪টি সিনেমা, ৮টি টেলিমুভি এবং ৩৩টি মঞ্চনাটকে।

অস্কার ছাড়াও পেয়েছেন ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, এমি, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। কান, ভেনিসসহ বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলোতেও পেয়েছেন সম্মাননা। 

আরও পড়ুন