শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০৩, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১০, ১১ মার্চ ২০২৫
বিজ্ঞাপন নিয়ে বিপাকে বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। পানমশলার বিজ্ঞাপনে অভিনয়ের কারণে জয়পুর আদালত থেকে পেয়েছেন আইনি নোটিস। আদালত জানায়, এই তিন অভিনেতা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এ কারণেই তাদেরকে নোটিস পাঠানো হয়েছে।
জয়পুরের ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে দেয়া এই নোটিসে বলা হয়েছে, শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ অভিনীত পানমশলার বিজ্ঞাপনগুলোতে দাবি করা হয়, এর প্রতিটি দানায় কেশর রয়েছে। কিন্তু এই দাবি বিভ্রান্তিকর। এ নিয়ে আপত্তি তুলে ভোক্তা ফোরামের দ্বারস্থ হন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল।
অভিযোগকারীর আইনজীবী জানান, প্রতি কেজি কেশরের দাম চার লাখ রুপি, আর পানমসলার প্যাকেটের দাম মাত্র পাঁচ রুপি। যদি সত্যিই কেশর থাকত, তাহলে ওই দামে বিক্রি করা সম্ভব হতো না। তাছাড়া কেশর স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু পানমসলা ক্ষতিকর। তা সত্ত্বেও কেবল বিক্রি বাড়াতেই এ ধরনের প্রতারণায় আশ্রয় নেয় পানমসলা তৈরির কোম্পানিটি।
বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যা চেয়ে পানমশলা প্রস্তুতকারী কোম্পানির কর্মকর্তা ও বিজ্ঞাপনে অংশ নেওয়া অভিনেতাদের আদালতে তলব করা অভিনেতার কেউই কোনোপ্রকার মন্তব্য করেননি।