ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

ভারতের ফিল্মফেয়ারে মনোনিত ৩ বাংলাদেশি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:৪৫, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ২০:৪৬, ১১ মার্চ ২০২৫

ভারতের ফিল্মফেয়ারে মনোনিত ৩ বাংলাদেশি

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি দেয়া হয় মুম্বাইয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। এটি ছড়িয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও।

বর্তমানে কলকাতায় অনুষ্ঠিত হয় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ শিরোনামে। সেই ধারাবাহিকতায় আসছে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আসরটি।

এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে। এবার সেই মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা- জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তারা তিনজনই ২০২৪ সালে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

তাদের মধ্যে মূল বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তিনি ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন। তার সাথে মনোনয়ন তালিকায় আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানি মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)। ফিল্মফেয়ার মঞ্চে জয়া আহসান এক পরিচিত নাম। বহু বছর ধরে তিনি টালিউডে কাজ করছেন এবং প্রায় প্রতিবছরই মনোনয়ন তালিকায় তার নাম থাকে। তিনি চারবার পেয়েছেনও পুরস্কারটি। এবার জয়ার সামনে পঞ্চম পুরস্কারটি জিতে নেয়ার সুযোগ।

সৃজিত মুখার্জি পরিচালিত কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করেন চঞ্চল চৌধুরী। এ ছবি দিয়ে তিনি কলকাতার সিনেমায় যাত্রা করেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তিনি মূল সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

একই বিভাগে অভিনেতা মোশাররফ করিমও ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। এই বিভাগে মোশাররফ ও চঞ্চলের সাথে আরও মনোনয়ন পেয়েছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ), এবং পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)। মনোনীতদের নাম দেখেই আঁচ করা যাচ্ছে, সেরার পুরস্কার জিতে নিতে বেশ বেগ পোহাতে হবে দুই বাংলাদেশি তারকাকে।

আরও পড়ুন