ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

শিষ্যের সুরে গাইলেন গুরু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৪০, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৯, ১২ মার্চ ২০২৫

শিষ্যের সুরে গাইলেন গুরু

‘ইত্যাদি’ মানেই বিশেষ চমক। বরাবরের মতো এবছরও নানা চমক নিয়ে আসছে ঈদের ‘ইত্যাদি’। ইত্যাদিতে গান নিয়ে সবসময় থাকে বাড়তি আয়োজন ও আকর্ষণ। তারই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে মঞ্চে দেখা যাবে জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। 

এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করেছেন বহুবার, তবে একসঙ্গে কখনও গাননি এই দুই তারকা। তবে এবারই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তারা। ইনামুল তাহসিনের লেখা গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে হাবিব ও প্রীতমের এই গানটি শুটিং করা হয়েছে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন এই দুই । এছাড়া ফাগুন নিকেতনেও গানটির কিছু অংশের শুটিং হয়েছে। 

এর আগে হাবিব ওয়াহিদ নতুনদের নিয়ে অনেক গান করেছেন। পাশাপাশি অনেক নতুন গীতিকারও উপহার দিয়েছেন। ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজের জায়গাটা বেশ মজবুত করে নিয়েছেন হাবিব। দাঁড় করিয়েছেন গানের একটা স্টাইল। 

অন্যদিকে, প্রীতম হাসান সংগীতের অনেককিছু শিখেছেন হাবিব ওয়াহিদের কাছে। হাবিবকেই সংগীতের গুরু হিসাবে মানেন প্রীতম। বাউল ও লোকসংগীতের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের। তার গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ ভিন্নমাত্রা এনে দেয়। গানের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছেন প্রীতম। ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থিত হন প্রীতম হাসান ।

দুই শিল্পীর গানের ধরন বুঝেই তৈরি করা হয়েছে নতুন এই গানটি। সেই গান নিয়ে এবার হাবিবের সঙ্গে ইত্যাদির মঞ্চে উঠলেন প্রীতম। 

প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আরও পড়ুন