ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

শিরোনাম

Scroll
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ঢামেকের বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
Scroll
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট
Scroll
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Scroll
পাকিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি হওয়া ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, নিহত হয়েছেন ১৩ জন
Scroll
দুর্বল রাষ্ট্রায়ত্ত আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, একীভূতকরণ কিংবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়
Scroll
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন
Scroll
গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীরা

লেডি গাগা কেনো এত খুশি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৬, ১২ মার্চ ২০২৫

লেডি গাগা কেনো এত খুশি!

জীবনের ৩৮ বসন্ত কাটিয়েছেন মার্কিন পপতারকা লেডি গাগা। বহুবার মন দিয়েছেন। তবে সেই মন ভেঙে চুরমারও কম জন করেননি। ভালোবেসে বাধতে চেয়েছেন ঘর, তবে বাগদানেই তা থেমে যায়। সেই গাগা যেন স্বস্তির সমুদ্রে ভাসছেন। 

গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন লেডি গাগা। সুযোগ পেলেই মাইকেলের সুনামে ভাসিয়ে তোলেন। সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত থেকে আমার জীবনের আর যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।’

গাগা আরও বলেন, ‘হ্যাঁ, মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন।’

তিনি এরপর বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাইনি। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। আমি জানি, মাইকেল একজন  প্রকৃত বন্ধু, কারণ সে আমার বন্ধু! তাকে ছাড়া থাকা সত্যিই কঠিন।’

গত বছর প্যারিস অলিম্পিকে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিয়েছিলেন গাগা। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে প্রেমিক মাইকেল পোলানস্কিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন গায়িকা।

এর আগেও দুই বার বাগদান হয়েছিল লেডি গাগার। এন্টারপ্রেনিয়র ও টেক ইনভেস্টর মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কের আগে তার বাগদান হয়েছিল টেইলর কিনির এবং ক্রিশ্চিয়ান কারিনোর সঙ্গে। তবে দুটোর একটি সম্পর্কও টেকেনি।

২০১৯ সাল থেকে প্রেম করছেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে লাস ভেগাসে ২০২০ সালের নিউ ইয়ার পার্টিতে। এরপর তাদেরকে জনসম্মুখে দেখা গেছে প্রায়ই। তাদের কাছের সূত্র জানিয়েছেন, ‘এই জুটির সম্পর্ক আলাদা হওয়ার মতো নয়।’

আরও পড়ুন