শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৬, ১২ মার্চ ২০২৫
জীবনের ৩৮ বসন্ত কাটিয়েছেন মার্কিন পপতারকা লেডি গাগা। বহুবার মন দিয়েছেন। তবে সেই মন ভেঙে চুরমারও কম জন করেননি। ভালোবেসে বাধতে চেয়েছেন ঘর, তবে বাগদানেই তা থেমে যায়। সেই গাগা যেন স্বস্তির সমুদ্রে ভাসছেন।
গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন লেডি গাগা। সুযোগ পেলেই মাইকেলের সুনামে ভাসিয়ে তোলেন। সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত থেকে আমার জীবনের আর যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।’
গাগা আরও বলেন, ‘হ্যাঁ, মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন।’
তিনি এরপর বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাইনি। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। আমি জানি, মাইকেল একজন প্রকৃত বন্ধু, কারণ সে আমার বন্ধু! তাকে ছাড়া থাকা সত্যিই কঠিন।’
গত বছর প্যারিস অলিম্পিকে ভক্তদের ‘সারপ্রাইজ’ দিয়েছিলেন গাগা। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে প্রেমিক মাইকেল পোলানস্কিকে ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন গায়িকা।
এর আগেও দুই বার বাগদান হয়েছিল লেডি গাগার। এন্টারপ্রেনিয়র ও টেক ইনভেস্টর মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কের আগে তার বাগদান হয়েছিল টেইলর কিনির এবং ক্রিশ্চিয়ান কারিনোর সঙ্গে। তবে দুটোর একটি সম্পর্কও টেকেনি।
২০১৯ সাল থেকে প্রেম করছেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে লাস ভেগাসে ২০২০ সালের নিউ ইয়ার পার্টিতে। এরপর তাদেরকে জনসম্মুখে দেখা গেছে প্রায়ই। তাদের কাছের সূত্র জানিয়েছেন, ‘এই জুটির সম্পর্ক আলাদা হওয়ার মতো নয়।’