শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩৩, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:১২, ১ এপ্রিল ২০২৫
পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, মেহেদি রাঙা হাতে এস লেখা রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।
তবে ছবিকে ঘিরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর। ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমণি আর শেখ সাদী প্রেম করছি কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে। আবার কেউ কেউ বলছেন, পরীর মনে শরিফুল রাজের প্রতি এখনও ভালোবাসা আছে। তাই শরিফুল প্রথম অক্ষর ‘এস’।
তবে সব ছাপিয়ে নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে।