ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

প্রথম দিনে যত আয় করলো শাকিবের ‘বরবাদ’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:৪৪, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:০৬, ১ এপ্রিল ২০২৫

প্রথম দিনে যত আয় করলো শাকিবের ‘বরবাদ’

বছর ঘুরে আবার এসেছে ঈদ। আর চারদিকে বইছে খুশির বন্যা। মানুষের মনের আনন্দকে আরো বাড়িয়ে দিতে শোবিজ অঙ্গন এখন আরো আলোকিত। দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছে ৬টি ছবি, যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’।

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মধ্যে প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। যা আগের শাকিবের দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে খানিকটা কম। 

তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি। পাশাপাশি ঈদে টানা ৬ দিন ছুটি, সাম্প্রতিককালে কোন ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না। এই ৬ দিনের আয়ই ধারণা দিবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে।

আরও পড়ুন