শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৪৪, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:০৬, ১ এপ্রিল ২০২৫
বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মধ্যে প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। যা আগের শাকিবের দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে খানিকটা কম।
তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি। পাশাপাশি ঈদে টানা ৬ দিন ছুটি, সাম্প্রতিককালে কোন ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না। এই ৬ দিনের আয়ই ধারণা দিবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে।