শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫০, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ১ এপ্রিল ২০২৫
শুধুমাত্র টেলিভিশন আর সিনেমা হলে নয় সোশ্যাল মিডিয়াতেও ঈদের বড় একটা সময় কাটান তারকারা। নিজের সামাজিক এ প্ল্যাটফর্ম সাজান নিজের আঙিনার মতোই। থাকে ছবি, রিলস, ভিডিও, স্টোরিসহ নানা আয়োজন।
ছোট পর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। অনুরাগীদের চমকে দেন ছোট ভিডিওসহ নানা কিছু নির্মাণ করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।
এদিকে, হিমি জানান, সাম্প্রতিক সময়ে শুটিংয়ের সেটে ভিডিও কনটেন্ট বানানো হয় না। কারণ এতে গল্পের অনেক কিছু ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়াও তিনি আরো বলেন, ‘একসময় শুটিংয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু এখন আর এটা করা হয় না। কারণ, বিহাইন্ড দ্য সিন দেখাতে গিয়ে একটা নাটকের অনেক কিছুই ফাঁস হয়ে যায়। দেখবেন, মাঝে এ বিষয়ে ফেসবুকে নিলয় ভাই (নিলয় আলমগীর) একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর থেকে শুটিং চলার সময় আমরা আর বিহাইন্ড দ্য সিন শুট করি না।’