শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১৬, ১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:২৬, ১ এপ্রিল ২০২৫
জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে ৮ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী। আড়াই বছর পরে ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা লাভ করেছেন গৌরী। তবে এই ফ্ল্যাটটি গৌরী কেন বিক্রি করেছেন, তা এখনও স্পষ্ট করেননি বলে জানা যায়।
জানা গেছে, আগামী দুই বছর শাহরুখের বাড়ি ‘মান্নাত’ এর সংস্কার কাজ চলবে। এই সময় মুম্বাইয়ের পালি হিল এলাকার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন খান পরিবার। দুটি অ্যাপার্টমেন্ট শাহরুখ তিন বছরের জন্য ৯ কোটি টাকায় ভাড়া নিয়েছেন। এ বছরের শেষের দিকে ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হবে। দুই বছরের জন্য সংস্কারকাজ চলবে। তাই কিং খান আর তাঁর পরিবার এ বছরের মাঝামাঝি ঘর ছেড়ে তলপিতলপা গুটিয়ে বান্দ্রার পালি হিলের অ্যাপার্টমেন্টে গিয়েছেন।
ডুপ্লেক্স এই অভিজাত অ্যাপার্টমেন্টে শাহরুখ, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান এবং আব্রাম থাকবেন। কিং খান দুটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ভগনানি পরিবারের কাছ থেকে ভাড়া নিয়েছেন।