ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

শাকিবের আহ্বান শুনবে কে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৪০, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১৩, ২ এপ্রিল ২০২৫

শাকিবের আহ্বান শুনবে কে

প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে ‘বরবাদ’ সিনেমার অনেক অংশ। এই পাইরেসি বন্ধে মঙ্গলবার (১ এপ্রিল) গুলশান থানায় অভিযোগ করেন সিনেমাটির পরিচালক-প্রযোজক।

তবে এবার পাইরেসি নিয়ে বার্তা দিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে শাকিব খান। তিনি বলেন, ‘পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন।’

তিনি আরো বলেন, ‘আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান।’

পাইরেসি একটি অপরাধ উল্লেখ করে শাকিব বলেন, ‘দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।’

আরও পড়ুন