ঢাকা, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

২০ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

হতাশ করছে ‘সিকান্দার’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:১৩, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:৪৪, ২ এপ্রিল ২০২৫

হতাশ করছে ‘সিকান্দার’

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অ্যাকশন-থ্রিলার ‘সিকান্দার’। ৩০ মার্চ ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

জানা গেছে, সিনেমাটি প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি, দ্বিতীয় দিনে ৩৯ কোটি এবং মঙ্গলবার (৩য় দিন) সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে। তবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। তবে ভাইজানের ঈদ উপলক্ষ্যে রিলিজ হিসেবে এ সংখ্যা কিছুটা হতাশাজনক। 

অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। যিনি ‘গজনি’ এবং ‘দরবার’র মতো ছবির জন্য সর্বাধিক পরিচিত। 

সালমানকে নিয়ে ‘সিকান্দার’ তৈরির বিষয়ে বলতে গিয়ে এআর মুরুগাদোস পিটিআইকে বলেন, যখন আপনি সুপারস্টারদের সঙ্গে কাজ করেন, তখন আপনি স্ক্রিপ্টের প্রতি ১০০ শতাংশ সত্যবাদী হতে পারেন না। দর্শকদের জন্য, ভক্তদের জন্য আমাদের আপস করতে হয়। পরিচালক হিসেবে আমরা ১০০ শতাংশ সত্যবাদী হতে পারি না। আমাদের ভক্তদের সন্তুষ্ট করতে হবে এবং তাদের সম্পর্কে ভাবতে হবে।

সিকান্দারে সালমানের সঙ্গে অভিনয় করেছেন সত্যরাজ, রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শারমান ঝোশিসহ অনেকে।

আরও পড়ুন