শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৬, ২ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৩৮, ২ এপ্রিল ২০২৫
জানা যায়, কিলমার বেশ কয়েক বছর ধরে গলার ক্যানসারে ভুগছিলেন। ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্রুস ওয়েন, অলিভার স্টোনের ‘দ্য ডোরস’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয়।
১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে তাদের দুই সন্তান রয়েছে। ভ্যাল কিলমার ১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন। ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য পান এবং দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হন।
গলায় ক্যানসারের জন্য দীর্ঘদিন রূপালি পর্দায় দেখা যায়নি কিলমারকে। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যানসারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল। ২০২১ সালে তার জীবনের ওপর একটি তথ্যচিত্র ‘ভ্যাল’ প্রকাশিত হয়েছিল। সেখানে তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।