শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫২, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:২৮, ৩ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (১ এপ্রিল) প্রকাশিত হয় ট্রেলার। প্রেমিকের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও যখন পর্নসাইটে ছড়িয়ে পড়ে, তখন সমাজ ও পরিবারের চাপ অসহনীয় হয়ে ওঠে।
প্রেমিক নির্বিকার থাকলেও পূর্ণার জীবনে নেমে আসে গভীর সংকট। আত্মহত্যার চিন্তা মাথায় এলেও ধর্মীয় বিশ্বাস তাঁকে সে পথ থেকে বিরত রাখে। শেষমেশ সমাধান খুঁজতে সে পৌঁছে যায় কিলবিল সোসাইটি-তে, যেখানে নিজেকে হত্যার জন্য ভাড়া করে খুনি! এখানেই তার পরিচয় হয় ভাড়াটে খুনি মৃত্যুঞ্জয় করের সঙ্গে, সেখান থেকে রুপ নেয় অপ্রত্যাশিত ভালোবাসার।
‘কিলবিল সোসাইটি’ সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে কৌশানী বলেন, ‘সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডাকেন। জিজ্ঞাসা করেন, তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে।’
তারপর সৃজিতদা জানান, সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কী অসাধারণ গল্প! সৃজিতদার সঙ্গে আমিও সহমত, কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়। আর চুমু খাওয়াটাই তো সব নয়। বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অনেক কিছু করার আছে, তারপর কথাবার্তা এগিয়ে যায়।
চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘এখন অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।’
রোমাঞ্চকর গল্প, অনুপম রায়ের আবহসংগীত, আর তীক্ষ্ণ সংলাপে মোড়া এই ছবি ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা দর্শকদের এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দিতে প্রস্তুত।