শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:২৩, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০২, ৩ এপ্রিল ২০২৫
যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। মানুষ বদলায়। কিন্তু রাশমিকার তেমন কিছুই বদলায়নি। তিনি নিজেকে নিয়ে খুশি। অভিনেত্রী লিখেছেন-এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত আগ্রহ হারিয়ে ফেলেন মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি উল্টো।
তিনি আরো বলেন, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ইতোমধ্যে ২৯-এ পা দিয়েছি। আমি আরও একটি বছর সুস্থ, সুখী ও নিরাপদে কাটিয়ে দিলাম।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে হিন্দু পরিবারে। অভাব অনটনের সংসারে জন্ম ছিলো তার। রাশমিকা জানিয়েছিলেন, যখন তিনি বড় হয়ে উঠছেন, তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। বাবা-মায়ের লড়াই তিনি বুঝতেন, তাই এমন কিছু চাইতেন না, যা তাঁর বাবা-মা দিতে পারবেন না। রাশমিকার কথায়, ‘একটা সময় ছিল মনে আছে, আমাদের দু’ মাস অন্তর বাড়ি বদলাতে হত। ছোট থেকেই সংসারে টানাটানির বিষয়ে আমি সচেতন ছিলাম। বাড়িভাড়া জোগাড় করতেও হিমশিম খেতেন আমার বাবা-মা।’
তবে দিন বদলেছে। বর্তমানে রাশমিকার বাবার নিজের শহরে একটি কফি হাউজ ও একটি অনুষ্ঠান হল রয়েছে এবং তার মা একজন গৃহিণী। রাশমিকা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন।