শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৬, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:০৬, ৩ এপ্রিল ২০২৫
তবে বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরলেও ভারতে মোটে ৭৫ কোটি টাকা আয় করতে পেরেছে সালমানের সিনেমা। এমন অবস্থায় মুম্বাইয়ের সমাজকর্মী শেখ ফায়াজ আলম ‘সিকান্দার’-এর উপর নিষেধাজ্ঞা জারি করার ডাক দিয়েছেন।
তিনি বলেন, ‘সিকান্দার’ ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন। কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।
ভারতীয় সেই সমাজকর্মীর সমস্যা আদতে মুরুগাদোসকে নিয়ে। আরও পরিষ্কার করে বললে, পরিচালকের বছরখানেক আগের সিনেমা ‘থুপাক্কি’ নিয়ে। অভিযোগ সেই ছবিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করেছেন মুরুগাদোস। আর সেই প্রসঙ্গ টেনেই এবার ‘সিকান্দার’ বয়কটের ডাক দিলেন তিনি।
এদিকে বিতর্কের জেরে ৩২ শতাংশ শো কমেছে ‘সিকান্দার’-এর। জানা গেছে, ভারতের বেশ কিছু শহরে চাহিদা না থাকায় কমিয়ে দেওয়া হয়েছে সালমানের ছবির শো। বক্স অফিসের অঙ্ক দেখেও হতাশ অনেকে।