শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৩১, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:১০, ৩ এপ্রিল ২০২৫
তবে ঈদের পর পাল্টেছে চিত্র। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান।
ট্রেন্ডিংয়ে ২ নম্বরে আছে ‘ঈদ মোবারক’ শিরোনামের গান, যেটি গেয়েছেন সাথি খান। সেরা দশে থাকা বাংলাদেশি গানের তালিকায় আছে ‘ও রূপসী কন্যারে’, ‘এল খুশির ঈদ’।
গত বছর ‘তুফান’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘লাগে উরাধুরা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী।
‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এই গানও জনপ্রিয়তা পাবে। বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘চাঁদ মামা’ গানটির ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ।