শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৫৭, ৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:১৪, ৩ এপ্রিল ২০২৫
এবারের ঈদে সিকুইনের কাজ করা গোলাপি সালোয়ার–কামিজে ঈদ উদ্যাপন করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মিনিমাল মেকআপ করেছেন। গোলাপি লিপস্টিক আর মাশকারা পেয়েছে গুরুত্ব। ছেড়ে রেখেছেন চুল। আর কানে পরতে বেছে নিয়েছেন ছোট্ট স্টেটমেন্ট দুল।
এদিকে ঈদের লুকে ধরা দিয়েছেন এই দুই তারকা বন্ধু। মুমতাহিনা টয়া পরেছেন হলুদ স্লিভলেস সালোয়ার–কামিজ। অন্যদিকে সাফা কবিরের পরনে সাদা-আইভরি আনারকলি। দুজনেই ছেড়ে রেখেছেন চুল, মেকআপেও উৎসবের আমেজ।
জমিনে মুক্তার কারুকাজ করা সাদা সালোয়ার–কামিজ লুকে ঈদের দিন এইভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। সঙ্গে পরেছেন মুক্তার জুয়েলারি।
অন্যদিকে চোখজুড়ানো রঙের ফুলস্লিভ সালোয়ার–কামিজের সঙ্গে উঁচু করে চুল বেঁধেছেন ভাবনা। কানে সাদা স্টোনের দুল। সেজেছেন ন্যুড মেকআপে।
দ্বিতীয় দিনের ঈদ লুকে সাদিয়া আয়মান পরেছেন সাদা কামিজ আর ফ্লোরাল মোটিফের রঙিন ওড়না।
অরেঞ্জ রঙের গর্জিয়াস সালোয়ার–কামিজে সাবিলা নূর। বরাবরের মতোই সেজেছেন চোখজুড়ানো মিনিমাল মেকআপে। কানে সাদা পাথরের স্টাড, হাতে শোভা বাড়িয়েছে মেহেদি।
এথনিক লুক সব সময় পছন্দের ছোট পর্দার অভিনেত্রী তটিনীর। তাঁর পরনে মনোক্রোম বা একরঙা আউটফিট। ম্যাজেন্টা সালোয়ার–কামিজের সঙ্গে কানে অক্সিডাইসের ঝুমকা পরেছেন। সেজেছেন আইলাইনার, লাল লিপস্টিক আর ছোট্ট টিপে।
ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল হাজির হয়েছেন গোলাপি । হাতে ম্যাচিং চুড়ি আর আলতা, কানে পাথরের স্টেটমেন্ট দুল। নো মেকআপ লুক বেছে নিয়েছেন অভিনেত্রী। আর সঙ্গে নিয়েছেন মানানসই পার্টি ব্যাগ।