শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০৫, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৩২, ৪ এপ্রিল ২০২৫
মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া জাগিয়েছে ‘বরবাদ’। বাংলা মুভি রিভিউ অনুযায়ী, ঈদের প্রথম দিনে ‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ টাকা। পরের দুদিনের তথ্য পাওয়া না গেলেও, ব্যাপক হারে দর্শক আগ্রহের কারণে প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। যা নির্দিষ্ট কোনো সিনেমার জন্য কোনো মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী।
ব্যাপক চাহিদা থাকায় গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে সিনেমাটি।
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। একটি আইটেম গানে দেখা গিয়েছে কলকাতার নায়িকা নুসরাত জাহানকেও ।