শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৮, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:২৯, ৪ এপ্রিল ২০২৫
এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন জানান মিমি। এক্স হ্যান্ডেলে মিমি লিখেন, ‘দয়া করে সাহায্য করুন স্যার, ৪০০ একর বন ধ্বংস হচ্ছে, বন্যপ্রাণীরা যন্ত্রণায় ছটফট করছে, কাঁদছে। প্রতিবাদ করার জন্য ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। আমাদের আপনার সাহায্য দরকার।’
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪০০ একর জমির গাছ কাটা নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি। ওই জমিতে তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। এরপরেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলেনের এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জেরও শিকার হয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ৪০০ একর জমিতে প্রচুর জীববৈচিত্র্য রয়েছে। গাছ কেটে ফেললে তা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাদের সাথে যুক্ত হয় ভাটা ফাউন্ডেশন নামে একটি এনজিও। যৌথভাবে তাদের আবেদন, ওই এলাকাটি বনাঞ্চল হিসেবে ঘোষিত হোক। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় ওই অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে গড়ে তোলা হোক- এমনটাই প্রস্তাব দিয়েছেন তারা।
তেলেঙ্গানা সরকারের পাল্টা জবাব, হায়দরাবাদের অনেক জায়গাতেই সাপ, ময়ূর রয়েছে। সব স্থানকে বনাঞ্চল বলা যায় না। এসব ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান অভিনেত্রী মিমি চক্রবর্তী।
টলিপাড়ার অন্যতম নায়িকা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। মিমি সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। তিনি মন দিয়েছেন তার অভিনয় ক্যারিয়ারে। একের পর এক সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী।