শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২২, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:২৫, ৪ এপ্রিল ২০২৫
সম্প্রতি এ অভিনেত্রী এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে উল্লেখ করেন, ‘খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিকাছে। কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’
মাহি আরো লিখেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’
শেষে বলেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।’
পোস্টকে ঘিরে নেটিজেনরা ভাবছে মাহি কি নতুন প্রেমে পড়েছে, নাকি পরী মনির মতো আলোচনা সমালোচনায় থাকতে এই পোস্ট করেছে।