শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪০, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ৪ এপ্রিল ২০২৫
বলিউড থেকে হলিউডের অনেক তারকাই সংখ্যাতত্ত্ব অনুসারে তাঁদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা নিজেদের নাম পরিবর্তন করে ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।
ভক্তদের ধারণা, ভারতের অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন তাঁর ক্যারিয়ারে উন্নতির জন্য নাম পরিবর্তনের কথা ভাবছেন। যদিও সবই জল্পনা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি আল্লু অর্জুন।
এদিকে, এই অভিনেতার হাতে রয়েছে বেশ কিছু বড় বাজেটের ছবি। ‘জওয়ান’খ্যাত দক্ষিণী পরিচালক অ্যাটলি তাঁকে নিয়ে নির্মাণ করছেন একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা। এটির প্রাথমিক শিরোনাম ‘এএ২২’। গুঞ্জন রয়েছে যে, আল্লুর জন্মদিন উপলক্ষে আগামী ৮ এপ্রিল এই ছবির ঘোষণা আসতে পারে।
এদিকে, আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৮ সালে।