শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:০৫, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২১, ৪ এপ্রিল ২০২৫
বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। তবে আজ শুক্রবার (৪ মার্চ) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান বর্ষীয়ান এই অভিনেতা ও নির্মাতা। অভিনেতার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
পরিচালক অশোক পণ্ডিত বলেন, ‘কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মনোজ। প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড তাঁর অভাব অনুভব করবে।’
বলিউড তারকা অক্ষয় কুমার এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমি তাঁর কাছ থেকে শিখেছি, দেশের প্রতি ভালোবাসা ও গর্ব কেমন হয়। আমরা অভিনেতারা যদি এই আবেগ প্রকাশে সামনে না এগিয়ে আসি, তাহলে কে আসবে? ভীষণ ভালো মানুষ ছিলেন তিনি। আমাদের ভ্রাতৃত্ব সবচেয়ে বড় সম্পদগুলোর মধ্যে একটি। মনোজ স্যারের প্রতি শ্রদ্ধা। ওম শান্তি।’
লেখক মনোজ মুনতাশির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি সারা জীবন গর্বিত ছিলাম এবং থাকব যে আমার নাম আপনার নামের সঙ্গে মিলে যায়। আপনার সিনেমাগুলো দেশপ্রেমের প্রথম পাঠ শিখিয়েছিল। ভারত কুমার আমাকে ভারতকে ভালোবাসতে শিখিয়েছিলেন। আপনি যদি না থাকতেন, তাহলে সেই স্ফুলিঙ্গ আসত না, যা আমাকে আমার সরল কলম দিয়ে “তেরি মিট্টি” লিখতে বাধ্য করেছিল। বিদায় আমার বীর! ওম শান্তি!’