শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৩৬, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৩০, ৪ এপ্রিল ২০২৫
তেরো বছরের এক কিশোরকে কেন্দ্র করে বোনা হয়েছে সিরিজ়ের গল্প। জ্যামি (ওয়েন কুপার) নামের সেই ছেলেটি নাকি ক্লাসের এক সহপাঠিনীকে খুন করেছে। ছেলেটির গ্রেফতার এবং তদন্ত প্রক্রিয়াই সিরিজ়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে। একের পর এক প্রমাণের বিপরীতমুখী কাটাছেঁড়া এবং অন্য দিকে সন্তানের প্রতি পরিবারের ভরসা মিশে দর্শককে এক অন্য দুনিয়ায় টেনে নিয়ে যায়।
সন্তানদের হাতে ফোন তুলে দেওয়া, মা-বাবার সময় না দেওয়া, কিশোর বয়সে বেড়ে ওঠার দিনগুলোতে একাকিত্ব উঠে এসেছে ‘অ্যাডোলেসেন্স’-এ। মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো যখন কেউ থাকে না, তখন কিশোরেরা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে, ইনফ্লুয়েন্সারের প্রেরণা আর সহপাঠীর সঙ্গে মিলে তৈরি করে ইনসেলের বিষময় পৃথিবী। চতুর্থ পরে জেমির বাবাকে আক্ষেপ করতে শোনায়, জেমি আগে তাঁর সঙ্গে খেলত, দুর্দান্ত ছবি আঁকত; উচ্ছল এক শিশু ছিল। বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকলে নতুন কাজ নেন তিনি। সেখানে চাপ বড্ড বেশি, ভোর ছয়টায় বেরিয়ে যান, ফিরতে ফিরতে রাত আটটা।
জেমিকে সময় দিতে পারেন না, জেমিকে তখন কিনে দেওয়া হয় কম্পিউটার। বাবার আশা ছিল, কম্পিউটার পেয়ে জেমি আরও ভালো আঁকা শিখবে। তবে ফোন, কম্পিউটারপ্রাপ্তি বাবার অনুপস্থিতি মিলিয়ে জেমি নিজের স্বপ্নের জগৎ থেকে অনেক দূরে সরে গেছে। বাবাকে আক্ষেপ করে বলতে শোনা যায়, আমরা ওকে তৈরি করেছি, আবার আমরাই আমাদের মেয়ে লিসাকেও তৈরি করেছি, তাহলে গন্ডগোলটা কোথায়? স্ত্রী বলেন, ছেলে তোমার মতো মেজাজ পেয়েছে, কিন্তু তার মনের মধ্যে কী চলছে, বন্ধ ঘরে কী করছে, কী করে বুঝব?
ফিলিপ বারানটিনি পরিচালিত সিরিজ়টির প্রতিটি পর্ব ‘সিঙ্গল টেক’-এ (এক বারে) শুট করা হয়েছে। ফলে দর্শকের কাছে তা অন্য অভিজ্ঞতা নিয়ে আসে। দীর্ঘ দিন মহড়া না দিলে এই ধরনের শুটিং সম্ভব নয়। উল্লেখ্য, এর আগে অস্কারজয়ী ‘বার্ডম্যান’ ছবিটিরও একই পদ্ধতিতে শুটিং করেছিলেন নির্মাতারা।
বয়ঃসন্ধি পর্বে সমাজমাধ্যম, বন্ধু এবং পরিবারের মধ্যে একজন কিশোরের জটিল মনস্তত্ত্বকে যে ভাবে তুলে ধরেছে সিরিজ়টি, তা প্রশংসনীয়। ইতিমধ্যেই ব্রিটেনের স্কুলছাত্রদের মধ্যে নারীবিদ্বেষ বন্ধ করার জন্য এই সিরিজ়টি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরিজ়ে প্রত্যেকের অভিনয় ছিলো অসাধারণ। তবে আলাদা করে জ্যামির ভূমিকায় ওয়েন এবং তার বাবা এডির চরিত্রে স্টিফেন গ্রাহামের অভিনয় দর্শককে নাড়া দেয়।