শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:০২, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:১৬, ৪ এপ্রিল ২০২৫
‘হেরা ফেরি’ সিরিজ়ের তৃতীয় ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন জানিয়েছিলেন, আগামী বছর তিনি এই ছবির চিত্রনাট্যের কাজে হাত দেবেন। কিন্তু বলিউডের অন্দরে শোনা যাচ্ছে অন্য খবর। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে মুম্বাইয়ে ‘কেশরি ২’ ছবিটির ঝলক মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। তার পরেই ‘হেরা ফেরি ৩’ ছবির খবর ছড়িয়ে পড়ে।
শোনা যাচ্ছে, বুধবার অক্ষয়ের সঙ্গেই শুটিংয়ের প্রথম দিন ফ্লোরে উপস্থিত ছিলেন আরও দুই তারকা সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। অর্থাৎ, অবশেষে আরও এক বার বড় পর্দায় রাজু, শ্যাম এবং বাবু— তিন আলোচিত চরিত্র ফিরতে চলেছে।