শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৩, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:২১, ৪ এপ্রিল ২০২৫
সিনেমা দেখার পর হল থেকে বেরিয়ে দর্শকরা বলছেন, শাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি এটি। আবার কেউ কেউ বলছেন, এই প্রথম কোনো বাংলা সিনেমা দর্শকের টিকিটের সব টাকা ফিরিয়ে দিতে পেরেছে।
সুন্দর চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হতে ‘বরবাদ’র টিকিট চাহিদা বেড়েই চলেছে বিভিন্ন হলে। এমন পরিস্থিতিতে মধুমিতা সিনেমা হলে দেখা গেল ব্ল্যাক টিকিট বিক্রির ধুম। ক্ষোভ প্রকাশ করে দর্শকরা বলছেন, ‘বরবাদ’ সিনেমা দেখতে এসে টিকিট না পেয়ে আর ব্ল্যাকে চড়া দামে টিকিট কিনে নিজেরাই বরবাদ হয়ে যাচ্ছেন।
টিকিট কিনতে আসা এক দর্শক অভিযোগ জানিয়ে সময় সংবাদকে বলেন, ২০০ টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ক্রেতা বুঝে আরও দাম চড়াও করছে ব্ল্যাক টিকিট বিক্রেতারা। অনেক দর্শকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও টিকিট না দিয়ে কেটে পড়ছেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’।