ঢাকা, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

২১ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
Scroll
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর
Scroll
যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা
Scroll
ইউনূস-মোদীর বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
Scroll
বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার একদিন পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় পতন
Scroll
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত, ৬০ দিনের মধ্যে নির্বাচন

শাকিবের ব্যক্তিগত সহকারী এখন সুপার হিরো 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:২৫, ৪ এপ্রিল ২০২৫

শাকিবের ব্যক্তিগত সহকারী এখন সুপার হিরো 

‘বরবাদ’ সিনেমার একটি সংলাপ ‘এই জিল্লু মাল দে’। এই জিল্লু চরিত্রে অভিনয় করেছে কলকাতার শ্যাম ভট্টাচার্য্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জিল্লুকে নিয়ে মাতামাতি হচ্ছে বেশ।

সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী (পিএস) জিল্লুর চরিত্রে অভিনয় করা শ্যাম কলকাতায় থাকলেও তার নানাবাড়ি বাংলাদেশের ফরিদপুরে। পুরো সিনেমাতে শাকিবের সঙ্গে তার রসায়ন দর্শকরা বেশ লুফে নিয়েছেন। 

সিনেমা মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য্য বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা যেসব প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা দেখার চেষ্টা করছি। ফেসবুক, ইউটিউবে সারাক্ষণ চোখ রাখছি, ছবিটি দেখে দর্শকরা কী বলছে জানার জন্য। দেখলাম ছবিটি সবাই খুব পছন্দ করেছে, সেখানে খুব ভালো চলছে। দর্শকরা আমাকে নিয়ে যেভাবে প্রশংসা করছেন, তাতে সত্যি ভীষণ আনন্দ লাগছে। এমনটাই চেয়েছিলাম।’

শ্যাম আরো বলেন, ‘আমি তো এখন পাগল হয়ে আছি ছবিটি দেখার জন্য। আমাদের এখানে কবে মুক্তি পাবে, এখনো জানি না। এত দিন ধৈর্য ধরে থাকতেও পারছি না। অস্থির হয়ে আছি ছবিটি দেখার জন্য। তা ছাড়া আমার পরিবারের সবাইও বেশ উদগ্রীব হয়ে রয়েছেন ছবিটি দেখার জন্য।’

এছাড়াও ‘বরবাদ’-এ যুক্ত হওয়ার গল্পটাও শুনিয়েছেন তিনি, বলেন সত্যি বলতে এই ছবিটার জিল্লু চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল না। ছবিটির সহকারী পরিচালকদের কারো একজনের করার কথা ছিল, কিন্তু চরিত্রটির বেশ ওজন থাকায় শাকিব স্যার পরিচালককে পরামর্শ দেন কোনো অভিনেতাকে নিতে। শুটিং শুরুর তিন-চার দিন আগে আমার কাছে প্রস্তাবটি আসে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেইনমেন্টের মাধ্যমে। সিদ্ধার্থ আমাকে জানায় যে এ রকম একটা ছবি হচ্ছে, শাকিব খানের পিএসের চরিত্র, পুরো ছবিতে তার সঙ্গেই চরিত্রটিকে দেখা যাবে। এটা শোনার পর আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি। বলতে পারেন, শাকিব স্যারের কারণেই আমি জিল্লু হতে পেরেছি।’

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য্য বলেন, ‘এককথায় অসাধারণ। এই ছবির মাধ্যমে আমার দুটো স্বপ্ন পূরণ হয়ে গেছে। এক বড় স্কেলের কোনো সিনেমাতে অভিনয় করা আর দুই, শাকিব খান স্যারের সঙ্গে কাজ করতে পারা। আমি শাকিব স্যারের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গেছি। এটা আমার কাছে স্বপ্নের মতোই।’ 

শ্যাম ভট্টাচার্য ২০২২ সালে ‘মন মানে না’ ধারাবাহিকে প্রটাগনিস্ট হিসেবে অভিনয় শুরু করেন। এরপর আরো বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন। এর বাইরে তাকে দেখা গেছে ‘সেন্টিমেন্টাল’ সিনেমাতেও। সামনে তার আরেকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

আরও পড়ুন